আজ রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা।
এই দুর্ঘটনায় প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তাসহ যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন—এটি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি ও গভীর বেদনার মুহূর্ত।
আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিখোঁজদের দ্রুত সন্ধানের আশায় সকলের প্রতি সংহতি প্রকাশ করছি।
ফাউন্ডেশন দৃঢ়ভাবে বিশ্বাস করে—এই দুঃসময়ে সহমর্মিতা, দ্রুত উদ্ধার এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করা আমাদের সকলের মানবিক দায়িত্ব।
জরুরী যোগাযোগ নম্বর সমূহ:
১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড: 01769024202
২। সিএমএইচ বার্ন ইউনিট: 01769016019, 01769019650
৩। সিএমএইচ ইমার্জেন্সি: 01769013311
৪। জাতীয় বার্ন ইউনিট: 01949043697, 01769957043
৫। ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট: 01715000616
৬। মাইলস্টোন স্কুল – Admin Officer: 01814774132, Vice Principal: 01771111766
৭। জাতীয় জরুরি নাম্বার: 999 (যেখান থেকে সংশ্লিষ্ট ইউনিটে সংযোগ দেওয়া হচ্ছে)
