২০ জুলাই ২০২৪ — এই দিনটি ছিল প্রতিরোধের আগুনে জ্বলতে থাকা আরেকটি রক্তাক্ত অধ্যায়। আগের দিনের শহীদদের রক্ত শুকাতে না শুকাতেই, আবারও বুক চিতিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল দেশের তরুণ-যুবা, শ্রমিক, ছাত্র আর সাধারণ মানুষ। রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের মুখেও যারা পিছু হটেনি, যারা জীবনের মায়া ত্যাগ করে দাঁড়িয়েছিল সত্য ও ন্যায়ের পক্ষে—আজ আমরা তাঁদের গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করছি। ২০ জুলাইয়ের শহীদরা আমাদের সাহসের, দৃঢ়তার ও সংগ্রামের প্রতীক হয়ে আছেন। তাঁদের ত্যাগ যেন বৃথা না যায়—এই হোক আমাদের শপথ।
20 July 2024 — Another searing day of resistance, written in blood and bravery. Even before the pain of the previous day could fade, the youth, workers, students, and ordinary people once again stood firm on the streets—undaunted by oppression. Those who chose truth over fear, who gave their lives for justice, stand as eternal symbols of our collective courage. Today, we honor them with deep respect and love. Let their sacrifice not be in vain—may their dreams live on through our struggle and unity.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
