তারা বেঁচে নেই—তবু জেগে আছেন আমাদের প্রতিটি প্রতিবাদে, প্রতিটি স্বপ্নে।”
এই দেশের জন্য, সত্যের জন্য, সমতার জন্য—প্রাণ দিয়েছেন ১০ জন নারী ও কন্যাশিশু। কেউ ছিল মা, কেউ মেয়ে, কেউ শিশু। তাদের হাতে ছিল না অস্ত্র, ছিল না কোনো রাজনৈতিক লোভ—তাদের হৃদয়ে ছিল কেবল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার এক সাহসী শপথ। গুলির সামনে বুক পেতে তারা শিখিয়ে গেছেন, এই দেশের মেয়েরা কেবল কান্না করতে জানে না—জানে রুখে দাঁড়াতে। তাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি জাগরণ, পেয়েছি পরিবর্তনের সূচনা। তাদের গল্প কোনো খবরে শেষ হয় না, কোনো পোস্টেই ধরা পড়ে না—তারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তোমাদের ভুলব না, শহিদ বোনেরা। তোমাদের রক্তের প্রতিটি ফোঁটা নতুন বাংলাদেশের অঙ্গীকার।
শ্রদ্ধা ও ভালোবাসায় নত মাথা, তোমাদের জন্য
“They are no longer with us — yet they live on in every protest, in every dream we dare to dream.”
They gave their lives for this country, for truth, for equality — 10 women and girl children. Some were mothers, some daughters, some just little children. They held no weapons, had no political ambitions — only a brave vow in their hearts to stand against injustice. By standing tall in the face of bullets, they taught us that the women of this land do not just know how to cry — they know how to resist. In exchange for their lives, we gained an awakening — the beginning of change.Their stories do not end in the news, nor can they be fully captured in a post — they are written in gold in the pages of our history. We will not forget you, our martyred sisters. Every drop of your blood is a pledge for a new Bangladesh.
With bowed heads, in deepest respect and love — we remember you.
ডোনেট করুন ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
