22Feb2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Make a Difference Today

Your support can bring hope and relief to families affected by the July Revolution. Scan the QR code or use the phone number below to make an online transfer. Every contribution helps transform lives and honors the sacrifices made.

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Image Gallery

রংপুর বিভাগ – আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ

‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মান প্রদর্শন এবং তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান। রংপুর অঞ্চলের মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতা এই কর্মকাণ্ডের তাৎপর্য আরও বাড়িয়েছে।

উল্লেখযোগ্য যে, এই মানবিক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো আহত ও তার পরিবারের প্রতি আমাদের সমর্থন ও দায়িত্বশীলতা প্রকাশ করা। প্রতিটি পরিবার যে কষ্টের মধ্যে দিনযাপন করছে, তাদের পাশে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দীর্ঘমেয়াদীভাবে এমন কার্যক্রম বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আশা করি, এই উদ্যোগ শুধুমাত্র রংপুর নয়, দেশের অন্য এলাকাতেও ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে আরও বেশি মানুষ এতে যুক্ত হবে এবং একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে একটি মানবিক পরিবর্তন আনবে।

এই ধরনের উদ্যোগগুলো আমাদের ঐক্য এবং দায়িত্বশীলতার পরিচায়ক, যা দেশের উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

“Bangladesh by the Side of Injured Fighters.” This initiative honors the fighters injured during the July uprising and provides financial assistance for their medical treatment. The active participation and heartfelt cooperation from the people of the Rangpur region have greatly enhanced the significance of this effort.

It is important to note that the main purpose of this humanitarian activity is to express our support and responsibility towards the injured and their families. It is crucial that we stand by each family, as they endure immense hardship, and fulfilling our duty to them is of utmost importance.

The July Shaheed Smriti Foundation is committed to implementing such activities in the long term. We hope this initiative will spread not only in Rangpur but also to other regions of the country. In the future, more people will join in, and together, we will bring about a humanitarian change in society by standing by one another.

Such initiatives are a symbol of our unity and responsibility, playing a key role in the country’s development and social security.

#julyshaheedsmrityfoundation

#chiefadviser#Bangladesh#JulyRevolution#rebuildBangladesh#jssf24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *