জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২৪ এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণ করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ ২৬/১১/২০২৪ তারিখ মঙ্গলবার বেলা ১১:০০টায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর অডিটোরিয়ামে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-তে এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুদানের চেক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক সারজিস আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
Students from institutions affiliated with the National University who were martyred in the anti-discrimination student movement of July-August 2024 will each receive financial assistance of 5,00,000 BDT from the July Shaheed Smrity Foundation and 3,00,000 BDT from the National University’s funds.
The checks were handed over today, November 26, 2024, Tuesday, at 11:00 AM in an event held at the International Mother Language Institute Auditorium, located at Shaheed Captain Mansur Ali Sarani 1/K, Segunbagicha, Dhaka.
The Senior Secretary of the Secondary and Higher Education Division of the Ministry of Education, Siddiq Zobair, was the chief guest. Special guests included Mir Mahbubur Rahman, Chief Executive of the July Shaheed Smrity Foundation, and Sarjis Alam, General Secretary. Professor Dr. ASM Amanullah, Honorable Vice-Chancellor of the National University, presided over the event.
#chiefadviser#Bangladesh#JulyRevolution#rebuildBangladesh#jssf24