15Jan2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Make a Difference Today

Your support can bring hope and relief to families affected by the July Revolution. Scan the QR code or use the phone number below to make an online transfer. Every contribution helps transform lives and honors the sacrifices made.

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Image Gallery

শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে নতুন বছর উদযাপন

বছরের প্রথম দিনটি আমাদের সবার জন্যই অত্যন্ত বিশেষ। এ দিন নিয়ে আমাদের থাকে একটু আলাদা ভাবনা এবং আমরা সবাই চাই এই দিনটি পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের সঙ্গে উদযাপন করতে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর জন্য পরিবার বলতে শুধু রক্তের সম্পর্ক নয়, বরং সেই শহীদ এবং আহত যোদ্ধাদের পরিবার, যারা তাদের ত্যাগের মাধ্যমে আমাদের একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন। তাই নতুন বছরের প্রথম দিনটি আমরা তাদের সঙ্গেই কাটিয়েছি, যারা আজও সেই ত্যাগের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।

নতুন বছর আমাদের সবার জন্য নতুন সম্ভাবনা বয়ে আনুক। তবে সেই সম্ভাবনা তখনই অর্থবহ হবে, যখন আমরা আমাদের শহীদ ও আহত ভাই-বোনদের পাশে দাঁড়াব। এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং আমাদের পরিবারের প্রতি ভালোবাসার প্রকাশ।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর পক্ষ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ রাতে তাদের প্রাপ্য আর্থিক সহায়তার চেক নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে এবং হাসপাতালে ভর্তি আহত যোদ্ধাদের মাঝে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সার্জিস আলম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম।

The first day of the year is incredibly special for all of us. We have unique thoughts about this day, and we all wish to celebrate it with our family members, friends, and loved ones. For the July Shaheed Smriti Foundation, family does not only mean blood relations but also the families of those martyrs and injured fighters who gifted us a beautiful Bangladesh through their sacrifices. That is why we spent the first day of the new year with those who still carry the memories of those sacrifices.

May the new year bring new opportunities for all of us. However, those opportunities will only be meaningful when we stand beside our martyred and injured brothers and sisters. This is not just a responsibility but also an expression of our love for our family.

On behalf of the July Shaheed Smriti Foundation, on the night of December 31, 2024, financial assistance checks were distributed among injured fighters admitted to various hospitals and locations across Dhaka. Present during this initiative were the General Secretary of the July Shaheed Smriti Foundation, Mr. Md. Sargis Alam; the Chief Executive, Mr. Mir Mahbubur Rahman Snigdha; and the Advisor to the Ministry of Information and Broadcasting, Mr. Nahid Islam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *