৯ আগস্ট — যখন আমরা ভেবেছিলাম খারাপটা শেষ, তখনই এল আরও এক আঘাত। স্বৈরশাসনের ধ্বংসস্তূপের নিচেও লুকিয়ে ছিল প্রতিহিংসার বিষ। এই দিনে যারা প্রাণ দিয়েছেন, তারা ছিলেন সাহসের শেষ প্রহরীর মতো—নিজেদের শেষ দিয়ে আমাদের শুরুটা রক্ষা করেছেন। তাদের মৃত্যু আমাদের দুঃখ নয়, তাদের আত্মত্যাগ আমাদের দায়িত্ব। তারা নেই, কিন্তু তাদের দেয়া শপথ এখনও বেঁচে আছে আমাদের কণ্ঠে, আমাদের রক্তে।
August 9th — Just when we thought the worst was over, another blow came. Even beneath the rubble of a fallen regime, the poison of vengeance lingered. Those who died on this day stood like the final sentinels of courage—ending with their lives so our beginning could survive. Their deaths are not just sorrow—their sacrifice is now our responsibility. They are gone, but the promise they left still lives—in our voices, in our blood.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
