৬ জুন, ২০২৪ — হাইকোর্টের বিতর্কিত রায়ের পর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশে ছাত্র-ছাত্রীরা প্রতিবাদে উত্তাল হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদের জোয়ার উঠে। একাধিক স্থানে প্রতীকী ব্লকেডের মাধ্যমে তারা তাদের অসন্তোষ প্রকাশ করে এবং কোটা ব্যবস্থার প্রতি তাদের বিরোধিতা জানায়। এই প্রতিবাদগুলো মূলত কোটা ব্যবস্থার কারণে সৃষ্টি হওয়া বৈষম্যের বিরুদ্ধে ছিল, যা মেধাভিত্তিক নিয়োগের সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষার্থীরা বলেন, এটি সমতার ও সামাজিক ন্যায়ের মূলনীতির বিরোধী। দেশজুড়ে শুরু হওয়া এই প্রতিবাদ পরবর্তীতে একটি বৃহৎ গণআন্দোলনে পরিণত হয়।
June 6, 2024 — Following the High Court’s controversial verdict reinstating the 30% freedom fighter quota in government jobs, students across the country erupted in protest. A wave of demonstrations swept through various universities and educational institutions. In multiple locations, students expressed their discontent through symbolic blockades, voicing strong opposition to the quota system. These protests were primarily against the inequality perpetuated by the quota policy, which many believed conflicted with a merit-based recruitment process. Students argued that it stood in opposition to the fundamental principles of equality and social justice. What began as scattered protests across the nation soon evolved into a large-scale mass
