২ আগস্ট — শহীদ ওমর প্রাণ দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে, মাথা উঁচু রেখে। তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক — যিনি অন্যায় দেখে চুপ থাকেননি, বরং নিজের জীবন দিয়ে আমাদের চোখে সত্য ও সাহসের আলো জ্বেলে গেছেন।
বাংলাদেশের মানুষ কখনোই জুলুমের সামনে মাথা নত করেনি। শহীদ ওমরের রক্ত আমাদের সেই সংগ্রামী চেতনাকে আরও শাণিত করে — মনে করিয়ে দেয়, ন্যায়ের পথ কখনো থেমে থাকে না।
তাঁর আত্মত্যাগ ইতিহাসের পাতায় শুধু একটি নাম নয় — এটি এক অগ্রযাত্রার প্রেরণা, যে প্রেরণা অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে শেখায়।
August 2 — Shaheed Omar gave his life standing against injustice, with his head held high. He was a symbol of resistance — someone who did not remain silent in the face of wrongdoing, but instead illuminated our path with truth and courage through his sacrifice.
The people of Bangladesh have never bowed to oppression. The blood of Shaheed Omar sharpens our spirit of struggle — reminding us that the path of justice never stops.
His sacrifice is not just a name in the pages of history — it is a source of inspiration, urging us to stand tall against all forms of injustice.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
