২২ জুলাই ২০২৪ — শোকের ছায়ায় জেগে ওঠা প্রত্যয়ের দিন। প্রতিদিনের শহীদ তালিকা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল, তখনও থেমে যায়নি মানুষের প্রতিবাদ। ২২ জুলাই ছিল এমন এক দিন, যখন হারানোর বেদনা নিয়েই মানুষ আবার রাস্তায় নেমেছিল—কাঁধে স্মৃতি, চোখে প্রতিজ্ঞা নিয়ে। এটি ছিল এক নিঃশব্দ বিদ্রোহ, যেখানে প্রতিটি নিঃশ্বাসে ছিল না বলা শোক, আর প্রতিটি কণ্ঠে ছিল অটল দৃঢ়তা। এই দিন আমাদের শেখায়—প্রতিবাদ শুধু রাগ নয়, এটি ভালোবাসারও প্রকাশ; শহীদদের জন্য ভালোবাসা, দেশের জন্য ভালোবাসা।
জুলাইয়ের শহীদরা আমাদের শিখিয়েছেন, হারানোর মধ্যেও কীভাবে দাঁড়িয়ে থাকতে হয়, কীভাবে সামনে এগোতে হয়।
22 July 2024 — A Day When Grief Gave Rise to Unshaken Resolve.
As the list of martyrs grew longer by the day, the people did not step back. 22 July was a day when, even amidst unbearable loss, they returned to the streets—with memories on their shoulders and promises in their eyes. It was a quiet rebellion, where every breath carried silent sorrow, and every voice echoed unwavering conviction.
This day teaches us that resistance is not only born of rage—but of love. Love for those we lost, and love for the country they died for. The martyrs of 22 July showed us how to stand tall through loss—how to keep walking forward, together.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
