দেশের মাদ্রাসা ছাত্ররা দেখিয়েছিল, প্রতিবাদের ভাষা শুধু নয়, নেতৃত্বও তাদের হাতে। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ—বাংলাদেশের নানা প্রান্ত থেকে তারা রাস্তায় নেমেছিল একসঙ্গে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল সাহসের স্লোগানে। তাদের বুকে ছিল ঈমান, কণ্ঠে ছিল ন্যায়ের আহ্বান—এই ছাত্ররাই রাজপথে গড়ে তুলেছিল শৃঙ্খলিত, সংঘবদ্ধ এক প্রতিরোধ। রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের মুখেও তারা পিছু হটেনি, বরং ছাত্র-জনতার ঐক্যকে করেছে আরও দৃঢ়। মাদ্রাসা ছাত্রদের এই অবস্থান আজ আমাদের আন্দোলনের ইতিহাসে সাহস ও গৌরবের চিরন্তন প্রতীক হয়ে আছে।
21 July: Madrasa Resistance Day
Madrasa students across Bangladesh rose not just in protest—but in leadership. From every corner of the country, they poured into the streets, chanting boldly against injustice and state repression. With faith in their hearts and justice in their voices, they built a disciplined and united front of resistance. Even in the face of brutal oppression, they stood firm and helped solidify the unity of students and the people. Today, their role in the uprising remains an enduring symbol of courage, dignity, and collective strength in our national history.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
