27Jul2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Image Gallery

১৯ জুলাই ২০২৪ —পূর্ণ কর্মবিরতি

১৯ জুলাই ২০২৪ — শিক্ষার্থীদের আহ্বানে দেশজুড়ে পূর্ণ কর্মবিরতি পালিত হয়। কিন্তু ফ্যাসিবাদী সরকার সেই আন্দোলন দমাতে চেয়েছিল—ইন্টারনেট বন্ধ করে, তথ্যপ্রবাহ ছিন্ন করে, প্রতিবাদকে স্তব্ধ করে দিতে। কিন্তু শিক্ষার্থীরা দমে যায়নি, থেমে যায়নি। তারা রাস্তায় থেকেছে, তারা ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থেকেছে। ফ্যাসিবাদ এক সময় হায়েনায় পরিণত হয়—নিরপরাধ প্রাণ কেড়ে নিয়ে তারা প্রমাণ করেছে তারা কতটা হিংস্র। তবু আন্দোলন থেমে যায়নি। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে প্রতিরোধ জারি ছিল, আছে, থাকবে। এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে, এই লড়াই সত্য ও ন্যায়ের পক্ষে।
19 July 2024 — A nationwide shutdown was called by students, echoing the voice of justice and defiance. In response, the fascist regime tried to crush the uprising—shutting down the internet, silencing communication, and choking the truth. But the students did not falter. They stood their ground, continued protesting, and refused to back down. The regime turned into hyenas—mercilessly killing innocent protestors, exposing their heartlessness. Yet, the movement lived on. Fueled by sacrifice, driven by truth, nothing could stop them. This is a fight for justice. This is a fight against tyranny.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *