১৯ জুলাই ২০২৪—এই দিনে আমাদের সাহস, প্রতিবাদ ও আত্মত্যাগের এক অনন্য ইতিহাস রচিত হয়। যারা অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে প্রাণ দিয়েছেন, তাঁদের আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি। শহীদদের রক্তে রঞ্জিত এই দিন আমাদের চেতনায় চিরজাগরুক থাকবে। এই নামগুলো শুধুই পরিসংখ্যান নয়—এগুলো আমাদের জাতির সাহসী সন্তানের পরিচয়, যাঁদের আত্মত্যাগ বাঙালির লড়াইকে আরো দৃঢ় করেছে। তাঁদের স্মরণ মানে নতুন প্রতিজ্ঞা, তাঁদের স্বপ্ন পূরণের সংকল্প।
19 July 2024 — A day etched in our history as a testament to courage, resistance, and sacrifice. We remember with deepest respect and gratitude those who laid down their lives in the struggle for justice, democracy, and the rights of the people. This day, stained with the blood of martyrs, remains ever awake in our collective conscience. These names are not mere numbers—they are the brave souls who strengthened our nation’s resolve. To remember them is to renew our commitment to fulfill the dreams they died for.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
