১৮ জুলাই ২০২৪ — এই দিনটি বাঙালির গণতান্ত্রিক ইতিহাসে রক্তাক্ত এক অধ্যায়। এই দিনে দেশের তরুণ-যুবা, ছাত্র, শ্রমজীবী মানুষ রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল অন্যায়ের প্রতিবাদে, ন্যায়ের পক্ষে। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ কেবল একটি দিনে সীমাবদ্ধ নয়—তাঁরা আমাদের সংগ্রামের অনন্ত প্রেরণা। এই তালিকায় থাকা প্রতিটি নাম একটি করে গল্প, একটি করে স্বপ্ন, একটি করে সাহসী হৃদয়ের প্রতিচ্ছবি। আমরা তাঁদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি। ইতিহাস তাঁদের ভুলবে না, আমরা ভুলবো না। তাঁদের আত্মত্যাগ যেন বৃথা না যায়—এই হোক আমাদের অঙ্গীকার।
18 July 2024 — This day marks a bloodstained chapter in the democratic history of Bengal. On this day, the youth, students, and working people of the country took to the streets against state oppression — standing for justice, against injustice. Those who became martyrs in that movement did not sacrifice their lives for just a single day — they remain an eternal inspiration for our struggle. Every name on this list holds a story, a dream, and the reflection of a courageous heart. We remember them with deep respect and love. History will not forget them, nor will we. Let their sacrifice not go in vain — let that be our solemn promise.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
