আজ, ৪ঠা জানুয়ারি, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি শহীদ সৈয়দ নাজমুল হাসান এবং শহীদ মামুন মিয়া’কে তাদের জন্মদিনে। তাদের অকুণ্ঠ ত্যাগ, অদম্য সাহস এবং দেশপ্রেম আমাদের অনন্ত প্রেরণার উৎস। তাদের মতো শহীদদের আদর্শ আমাদের পথচলায় আলো ছড়াবে চিরকাল।
Today, 4th January, we pay our deepest respect and heartfelt tribute to Shaheed Syed Najmul Hasan and Shaheed Mamun Mia on their birthday. Their unwavering sacrifice, indomitable courage, and love for the nation remain an eternal source of inspiration for us. Their ideals will continue to light our path forever.







