06Aug2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Image Gallery

শিশু-কিশোরদের জন্য ইন্টারনেট ব্যবহার

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে “শিশু-কিশোরদের জন্য ইন্টারনেট ব্যবহার” শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে, “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ৩০ মে থেকে ১ জুন ২০২৫ পর্যন্ত এই কর্মশালায় বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত কমিউনিটি রেডিওর কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।
“July Shaheed Smrity Foundation”-এর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের দুই শহীদ পরিবারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন:
১। শহীদ জাবির ইব্রাহীমের ভাই – জুবায়ের মাহতাব আব্দুল্লাহ
২। শহীদ শাফিক উদ্দিন আহমেদের ভাই – ইফতেখার আহমেদ
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে এই সময়োপযোগী আয়োজনের জন্য ধন্যবাদ ও July Shaheed Smrity Foundation-কে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য কৃতজ্ঞতা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *