“আমার স্বামী ৫ই আগস্ট ঢাকার উত্তরায় শহীদ হন। তখন আমার মেয়ে আমার গর্ভে ছিল। উনার একটা মেয়ের স্বপ্ন ছিল—কিন্তু আমার কষ্ট এখানেই, যে মেয়েটাকে তিনি এত চেয়েছিলেন, সেই মেয়েকে দেখে যেতে পারেননি। গুলিটা এমনভাবে মাথায় লাগে যে মাথার মগজ বের হয়ে গিয়েছিলো। তিনি স্বপ্ন দেখতেন, তার সন্তানরা তার হাত ধরে বড় হবে, কিন্তু আল্লাহ কোনো স্বপ্নটাই পূরণ হতে দিলেন না।”
— শহীদ আলমগীরের স্ত্রী
Story of a Martyr’s Family (Part–43)
“My husband was martyred on August 5th in Uttara, Dhaka. At that time, our daughter was still in my womb. He always dreamed of having a daughter—but the pain is, he never got to see the daughter he longed for. The bullet hit his head so brutally that his brain came out. He dreamed of raising his children with his own hands, but Allah did not let any of his dreams come true.”
— Wife of Shaheed Alamgir
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist
