“আমি গুলি খাইছি,আমারে বাঁচাও” বলে এভাবেই আর্তনাদ করেছিলেন আমার স্বামী। উনাকে হাসপাতালে নেওয়া হলেও এই রুম থেকে ওই রুমে ঘুরেও উনি কোনো চিকিৎসা পাননি। অবশেষে উনি চিকিৎসার অভাবে মারা যান। উনি চলে যাবার পর আমি আমার ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে যাচ্ছি।”
— শহীদ মোঃ ফারুক এর স্ত্রী
Story of a Martyr’s Family (Part–11)
“‘I’ve been shot, save me’—this was my husband’s final cry. Though taken to the hospital, he received no treatment, moving from room to room. He died without care. Since then, I’ve been struggling to survive with my two children.”
— Wife of Shaheed Md. Faruk
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০