২১ জুলাই ‘মাদ্রাসা প্রতিরোধ দিবস’ — দেশের বিভিন্ন প্রান্তের মাদ্রাসা ছাত্ররা সংঘবদ্ধভাবে রাজপথে নেমে আসে, গর্জে ওঠে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে। তাদের আত্মত্যাগ ও সংগ্রাম আজ গণআন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে মাদ্রাসার ছাত্ররাও সমানভাবে নেতৃত্ব দেয়। তাদের সাহসী অবস্থান, ন্যায়বিচারের দাবিতে উচ্চারিত স্লোগান এবং সুসংগঠিত প্রতিরোধ আন্দোলনকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। দমন-পীড়নের মুখেও তারা আন্দোলনের গতি নির্ধারণে মুখ্য ভূমিকা রেখেছে।
21 July – Madrasa Resistance Day — madrasa students from across the country took to the streets in a united front, roaring against state repression. Their sacrifice and struggle have become an unforgettable chapter in the history of mass movements.
In the historic July–August uprising of 2024, madrasa students also played an equally leading role. Their courageous stance, powerful slogans demanding justice, and organized resistance took the movement to a new height. Even in the face of brutal repression, they played a key role in determining the course of the uprising.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
