20Aug2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

News

বিজ্ঞপ্তিঃ


জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের জন্য মাসিক সম্মানি ভাতা এবং এককালীন অনুদান ব্যাংক হিসাব অনুযায়ী প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে। যাদের ব্যাংক তথ্য ইতিমধ্যে জমা হয়েছে, তাদের টাকা প্রদান সম্পন্ন হয়েছে। কিন্তু যারা এখনো ব্যাংক তথ্য জমা দেননি, তাদের জন্য অনুদান ও ভাতা প্রেরণ সম্ভব হয়নি

যাদের ব্যাংক তথ্য এখনও জমা হয়নি, তাদেরকে অনুরোধ করা হচ্ছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এর ‘জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতা’ সেবাবক্সে দেওয়া গুগল ফরম পূরণ করুন। ফরম লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScD2SuAmLlWTBUIeLV4QVmB0fvMBLAXbwx3q4cKEhv9uUMfRg/viewform

এবং প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি (NID/জন্মনিবন্ধন, ব্যাংক স্টেটমেন্ট বা চেকবুকের কপি, গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি) ২১/০৮/২০২৫ বিকেল ৫টা পর্যন্ত সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’, সরকারি পরিবহন পুলভবন, সচিবালয় সংযোগ সড়ক, কক্ষ নং-১০১৪-এ জমা দিন।

যাদের তথ্য জমা হয়েছে, তাদের নাম ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের লিংকঃ https://molwa.portal.gov.bd/sites/default/files/files/molwa.portal.gov.bd/page/63e01154_b130_4fa8_966d_86f0234a7656/Submitted_Data_13082025.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *