20Aug2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Image Gallery

বর্ণাঢ্য রিক্সার‌্যালি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি
১৪/৩, সেগুনবাগিচা, রমনা, ঢাকা।
সংবাদ বিজ্ঞপ্তি ০১
০২ আগস্ট ২০২৫
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫
আগামীকাল শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য রিক্সার‌্যালি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল ৩ আগস্ট 2025 বিকেল ৩ ঘটিকায় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত হবে ‘রিক্সার‌্যালি। র‍্যালীতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতি অংকন করে রিক্সাগুলোকে বিশেষ বর্ণিল সাজে সজ্জিত করে প্রায় ৩০০টি রিক্সা একযোগে একাডেমি থেকে মগবাজার-হাতিরঝিল-মধুবাগ প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে।
প্রথমধাপে সকাল ১০টায় রাজধানীর ছয়টি স্থান থেকে ৫০টি করে রিক্সা র‍্যালী করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে মিলিত হবে। এরমধ্যে মতিঝিল (জনতা ব্যাংকের হেড অফিস) ৫০ টি রিক্সা প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, জিপিও থেকে ৫০টি রিক্সা প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, কমলাপুর (মতিঝিল আইডিয়াল স্কুল) থেকে ৫০ টি রিক্সা কাকরাইল-মৎস ভবন হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, রামপুরা (মধুবাগ ব্রীজ) থেকে ৫০টি রিক্সা) হাতিরঝিল-মগবাজার হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, কারওয়ান বাজার থেকে ৫০টি রিক্সা বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবং খিলগাঁও (জোড়পুকুর) থেকে রাজারবাগ-শান্তিনগর-কাকরাইল হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রবেশ করবে। ৬টি স্থান থেকে সর্বমোট ৩০০টি রিক্সা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মিলিত হবে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে টি শার্ট, ক্যাপ, পতাকা ব্যান্ড,বাংলাঢোল, প্লেকার্ড,রিক্সা পেইন্টিং গ্রাফিতিসহ বর্ণিল সাজে রিক্সাকে সাজানো হবে।
বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জুলাই শহীদ সোহেল এঁর মাতা রহিমা বেগম। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ এইচ এম সফিকুজ্জামান উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন ‍উদ্বোধনী আয়োজনের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন।
দ্বিতীয় ধাপে বেলা ৩টায় প্রায় ৩০০টি রিক্সাযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ৩০০ টি রিক্সা একযোগে মগবাজার-হাতিরঝিল-মধুবাগ হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে র্যালিটি শেষ হবে।
Bangladesh Shilpakala Academy
14/3, Segunbagicha, Ramna, Dhaka
Press Release 01
August 2, 2025
July Reawakening Festival 2025
Colorful Rickshaw Rally to be Held Tomorrow Organized by Bangladesh Shilpakala Academy
With the patronage of the Ministry of Cultural Affairs and organized by the Bangladesh Shilpakala Academy, a vibrant Rickshaw Rally will be held tomorrow, August 3, 2025, at 3:00 PM, starting from the premises of the Academy. Around 300 rickshaws, colorfully decorated with various graffiti artworks commemorating the July Mass Uprising, will participate in the rally. The route will begin at the Academy, pass through Moghbazar–Hatirjheel–Modhubagh, and return to the Academy.
In the first phase, starting at 10:00 AM, 50 rickshaws from each of six different locations in Dhaka will rally and converge at the Bangladesh Shilpakala Academy. The routes are as follows:
From Motijheel (Janata Bank Head Office), 50 rickshaws will come via Press Club to the Academy.
From GPO, 50 rickshaws will follow the same route via Press Club to the Academy.
From Kamalapur (Motijheel Ideal School), 50 rickshaws will travel through Kakrail–Matsya Bhaban to the Academy.
From Rampura (Modhubagh Bridge), 50 rickshaws will come via Hatirjheel–Moghbazar to the Academy.
From Karwan Bazar, 50 rickshaws will travel via Bangla Motor–Hotel InterContinental–Kakrail to the Academy.
From Khilgaon (Jorapukur), 50 rickshaws will join via Rajarbagh–Shantinagar–Kakrail to the Academy.
A total of 300 rickshaws will gather at the Bangladesh Shilpakala Academy from these six starting points.
As part of the colorful event, the rickshaws will be adorned with t-shirts, caps, flags, headbands, traditional Bangladhol drums, placards, and graffiti-style rickshaw paintings.
Special Guest Appearance:
The rally will be inaugurated by Rahima Begum, mother of July martyr Sohel. Other distinguished guests include Md. Mofidur Rahman, Secretary of the Ministry of Cultural Affairs, and Mr. A.H.M. Shafiquzzaman, Secretary of the Ministry of Labour and Employment.
Mohammad Warez Hossain, Secretary and Acting Director General of Bangladesh Shilpakala Academy, will preside over the inaugural ceremony.
In the second phase, at 3:00 PM, all 300 rickshaws will depart together from the Bangladesh Shilpakala Academy, proceed through Moghbazar–Hatirjheel–Modhubagh, and return to the Academy, concluding the grand rally.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *