সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি বা চক্র “আহত ভাইদের চাকরি দেওয়া হবে” — এই মর্মে ভুয়া ও প্রতারণামূলক চিঠি পাঠিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এই ধরনের চিঠি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, এমন বার্তা পেলে তা বিশ্বাস না করে যাচাই করুন, কোনো ধরনের ব্যক্তিগত তথ্য বা অর্থ প্রদান থেকে বিরত থাকুন, এবং অন্যদেরও এই ভুয়া প্রচারণা সম্পর্কে সতর্ক করুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন। গুজবে কান না দিয়ে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
Recently, some dishonest individuals or groups have been misleading the public by sending fake and fraudulent letters claiming that “jobs will be given to the families of injured brothers.” These letters are completely false and baseless. Everyone is urged not to believe such messages without verification, to refrain from sharing any personal information or money, and to alert others about this fake propaganda. Seek assistance from law enforcement authorities if necessary.
Stay alert, don’t believe in rumors, and stay safe.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
