জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় জুলাই আহত যোদ্ধা মোঃ রবিউল ইসলাম-কে একটি দোকান স্থাপনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আন্দোলনের দিনগুলোর সেই অদম্য সাহসী মানুষদের পাশে থেকে তাদের জীবনে স্বনির্ভরতার স্বপ্ন বুনে দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আমরা বিশ্বাস করি, প্রতিটি আহত যোদ্ধার হাসি-ই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।
As part of the ongoing rehabilitation initiative by the July Shaheed Smrity Foundation, a shop has been established for Md. Robiul Islam, an injured July warrior. Through this effort, the Foundation continues to stand beside the brave souls of the July movement—helping them rebuild their lives with dignity and self-reliance. We believe that every smile of an injured warrior is the true victory of our freedom.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
DONATIONImage Gallery