জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – National Christian Fellowship of Bangladesh (NCFB)-এর চেয়ারম্যান Bishop Philip P. Adhikary এবং Acting General Secretary Rev. Ashim Kumar Baroi জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর সঙ্গে বৈঠক করেছেন এবং ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন । জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে তারা অঙ্গীকার করেছেন যে, আন্দোলনের শহীদ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে।
আমরা বিশ্বাস করি—যদি সবাই ঐক্যবদ্ধ হই, তবে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে পারব, পরিবর্তন আনতে পারব এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারব।
এই সহযোগিতা মানবতার বন্ধনকে আরও দৃঢ় করবে এবং সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে।
Chairman of the National Christian Fellowship of Bangladesh (NCFB), Bishop Philip P. Adhikary, and Acting General Secretary Rev. Ashim Kumar Baroi, held a meeting with the July Shaheed Smrity Foundation and extended financial support to the foundation. Embracing the spirit of July–August, they pledged to stand beside the martyrs and the affected people of the movement.
We believe—if we all unite, we can protect our beloved Bangladesh, bring about change, and build the Bangladesh of our dreams.
This support will further strengthen the bond of humanity and spread the message of unity throughout society.