জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় জুলাই যোদ্ধা শেখ মোঃ সজিব-এর জন্য একটি মুদি দোকান স্থাপনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আন্দোলনের দিনগুলিতে চোখে গুলিবিদ্ধ হয়ে একটি চোখ হারালেও হার মানেননি তিনি। আজ এক চোখে না দেখতে পেলেও নিজের জীবনে স্বনির্ভরতার আলো জ্বালাতে সক্ষম হয়েছেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সেই অদম্য যোদ্ধাদের পাশে থেকে তাদের জীবনে আশার আলো ছড়িয়ে দিচ্ছে।আমরা বিশ্বাস করি — প্রতিটি আহত যোদ্ধার হাসিই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।
As part of the July Martyrs Memorial Foundation’s ongoing rehabilitation initiatives, a grocery shop has been set up for July Warrior Sheikh Md. Sajib. During the movement, he was shot in the eye and lost one of his eyes — yet he never gave up. Today, despite losing vision in one eye, he stands strong and self-reliant.
The July Martyrs Memorial Foundation continues to stand beside these brave souls, helping them rebuild their lives with dignity and hope.
We believe — every smile of our injured warriors is the greatest achievement of our freedom.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
Image Gallery