19Oct2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Image Gallery

জুলাই যোদ্ধা মো. আমানুল্লাহর স্বর্ণপদক অর্জন: অন্ধকার জয় করে আলোর পথে এক বীরের যাত্রা

BKSP -তে প্রশিক্ষণরত এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত জুলাই অভ্যুত্থানে দৃষ্টি হারানো সাহসী যোদ্ধা মো. আমানুল্লাহ ১০ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত ভিজ্যুয়াল ইমপেয়ারমেন্ট প্যারা অ্যাথলেটিকসে স্বর্ণপদক অর্জন করেছেন। প্রতিকূলতার মাঝেও তাঁর অদম্য ইচ্ছাশক্তি, সাহস ও কঠোর পরিশ্রম তাঁকে এই অনন্য সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। তিনি প্রমাণ করেছেন দৃষ্টি হারালেও জুলাই বীরদের অন্তর্দৃষ্টি অনেক গভীরে! জুলাই যোদ্ধারা দেখিয়েছেন, সুযোগ পেলে তারাও অসীম সম্ভাবনার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। তাঁদের ভেতরে আছে অশেষ শক্তি, অনুপ্রেরণা ও দেশপ্রেমের অগ্নিশিখা। আমরা বিশ্বাস করি, মো. আমানুল্লাহ একদিন আন্তর্জাতিক অলিম্পিক মঞ্চেও বাংলাদেশের পতাকা উড়িয়ে দেখাবেন, বিশ্বকে চেনাবেন “জুলাই” এর শক্তি ও গৌরব!
Injured July hero Md Amanullah’s glorious achievement! Md Amanullah, a courageous fighter who lost his sight during the July Uprising, has made the nation proud once again. Currently training at BKSP and nominated by the July Shaheed Smriti Foundation, he won the Gold Medal in the Visual Impairment Para Athletics held in Dhaka on 10 October 2025. Despite all adversity, his unwavering determination, courage, and relentless hard work have led him to this extraordinary success. He has proven that even without sight, the inner vision of the July heroes runs deep and strong. The July fighters have shown that, when given the opportunity, they too can set remarkable examples of excellence. Within them lies immense strength, inspiration, and a blazing spirit of patriotism. We firmly believe that one day, Md Amanullah will raise the Bangladeshi flag high on the international Olympic stage, introducing the world to the true power and pride of July.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #ShaheedSiam #ShaheedJashim #July17 #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #julyshaheedsmrityfoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *