জুলাই যোদ্ধাদের রক্ত, তাদের ত্যাগ, আর সাহস আমাদের নতুন স্বপ্ন দেখতে শিখিয়েছে।
যারা যন্ত্রণার মধ্যেও ঈদের শুভেচ্ছা জানাতে হাসিমুখে কথা বলতে পারেন—তারাই সত্যিকারের বীর।
এই পবিত্র দিনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কামাল আকবার স্যার
NIO, NITOR ও CMH হাসপাতালে গিয়ে আহত যোদ্ধাদের খোঁজখবর নেন, শুভেচ্ছা জানান।
হাসপাতাল পরিচালক, সহকারী পরিচালক, ওয়ার্ড ইনচার্জ ও চিকিৎসকদের সঙ্গে থেকে
আহত যোদ্ধাদের খাবারের গুণগত মান পরিদর্শন করেন এবং নিশ্চিত করেন
যেন ঈদের এই দিনে তারা পান যথাযথ সেবা, শ্রদ্ধা ও ভালোবাসা।
এই দিনটি আমাদের কাছে তাদের সাহস ও আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন।
জুলাই যোদ্ধারা থাকুন আমাদের হৃদয়ের গভীরে।
চব্বিশ—কেবল একটি তারিখ নয়,
আমাদের অঙ্গীকার, আমাদের চেতনা, আমাদের সম্মান।
শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া—আহত যোদ্ধাদের প্রতি।
ঈদ মোবারক, বীর জুলাই যোদ্ধারা।
The blood, sacrifice, and courage of the July warriors have taught us to dream anew.
Those who can smile and speak with warmth to offer Eid greetings even amidst pain—
they are the true heroes.
On this sacred day, Mr. Kamal Akbar, Chief Executive of the July Shaheed Smriti Foundation,
visited the injured warriors at NIO, NITOR, and CMH hospitals to check on their condition and extend Eid greetings.
He stood alongside hospital directors, assistant directors, ward in-charges, and doctors—
inspected the quality of food provided to the injured, and ensured
that on this Eid day, they receive proper care, respect, and love.
This day is, to us, a day of expressing gratitude for their bravery and sacrifice.
May the July warriors remain forever in the depths of our hearts.
The 24th—it’s not just a date,
it’s our pledge, our spirit, our honor.
Respect, love, and prayers for the injured warriors.
Eid Mubarak, brave July warriors.
Image Gallery