বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রির অর্থের একটি অংশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করেছে জুলাই–আগস্ট গণআন্দোলনের বীরদের সহায়তায়।তাঁদের সাহস, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই জাতি ন্যায়, স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়েছে।
জুলাইকে বুকে ধারণ করে, বিসিবি শুধু দেশের গৌরবময় ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেনি, বরং মানবতা, সহমর্মিতা ও জাতীয় সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি — ত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে, আমরা সব বাধা অতিক্রম করতে পারি এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো —যেখানে ন্যায়, সমতা ও অগ্রগতি সবার জন্য নিশ্চিত হবে।
The Bangladesh Cricket Board (BCB) has donated a part of proceeds from ticket sales of the Bangladesh vs Pakistan match to the July Shaheed Smrity Foundation, in support of the heroes of the July–August mass movement.
It is through their courage, sacrifice, and struggle that the nation has been inspired with the spirit of justice, freedom, and democracy.By holding July close to its heart, the BCB has not only paid tribute to the glorious history of the nation but has also set a shining example of humanity, compassion, and national solidarity.
We firmly believe that — inspired by the spirit of sacrifice, unity, and patriotism — we can overcome all obstacles and build the Bangladesh of our dreams,where justice, equality, and progress are ensured for all.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
DONATIONImage Gallery