জুলাই-আগস্ট আন্দোলনে আহত ছাত্রদের জন্য আজ BKSP-তে শুরু হলো এক নতুন যাত্রা—ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন।
আঘাত পেয়েও যারা মাথা নত করেনি, তাদের জন্য এ আয়োজন এক আত্মমর্যাদার প্রতীক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব উল আলম। উপস্থিত ছিলেন BKSP-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম, পরিচালক মুহম্মদ আনোয়ার হোসেন সহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান, মহাব্যবস্থাপক জনাব সোহেল মিয়া এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
এই ক্যাম্প কেবল শরীর গঠনের নয়—চেতনাকে জাগিয়ে তোলার, সাহসকে শক্তিতে রূপান্তরের।
নতুন বাংলাদেশ গড়ার পথে এই তরুণরাই আমাদের ভরসা।
A new chapter begins today at BKSP—with the inauguration of a sports training camp for students injured in the July–August Uprising.
This initiative honors those who stood tall in the face of violence and never bowed down.
Chief Guest Mr. Md. Mahbub Ul Alam, Secretary of the Ministry of Youth and Sports, led the inauguration. Also present were Brigadier General Md. Munirul Islam, DG of BKSP, Muhammad Anwar Hossain, Director, Shamsi Ara Jaman, General Secretary of the July Shaheed Smrity Foundation, Mr. Sohel Mia, Executive Manager, and other committed foundation members.
This camp is not just about physical training—it’s about rebuilding spirit, restoring dignity, and transforming courage into strength.
These youth are the torchbearers of a new, resilient Bangladesh.