জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (SABINCO)-এর সঙ্গে বৈঠক করেছে। জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে তারা অঙ্গীকার করেছে যে, আন্দোলনের শহীদ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে। আমরা বিশ্বাস করি—যদি সবাই ঐক্যবদ্ধ হই, তবে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে পারব, পরিবর্তন আনতে পারব এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারব।
July Shaheed Smrity Foundation held a meeting with the Saudi Bangladesh Industrial and Agricultural Investment Company (SABINCO). Embracing the spirit of July–August, they pledged to stand by the martyrs and victims of the uprising. We believe that if we all stand united, we can protect our beloved Bangladesh, bring meaningful change, and build the Bangladesh of our dreams.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০