জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফাউন্ডেশনের সিইও জনাব কামাল আকবর ও মোস্তাফিজুর রহমান, আইন কর্মকর্তা মোঃ মোনির হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় জুলাই-আগস্টে শহীদ পরিবারের মামলাসমূহের জটিলতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান প্রসিকিউটর ভবিষ্যতে ফাউন্ডেশনের সঙ্গে একযোগে কাজ করার আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন, যাতে শহীদ পরিবারের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখা যায়। আমরা তাঁর সময়, মনোযোগ ও সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।
The July Shaheed Smrity Foundation held a fruitful meeting with Chief Prosecutor Mohammad Tajul Islam, attended by CEO Kamal Akbar, Legal Officer Md. Monir Hossen, Mustafizur Rahman, and others.
During the discussion, various important issues were addressed, including the complexities surrounding the cases of martyr families and other related matters. The Chief Prosecutor expressed his sincere commitment to continue working with the Foundation in the future to ensure justice and support for the families of our nation’s martyrs.
We are deeply grateful to Chief Prosecutor Mohammad Tajul Islam for his valuable time, thoughtful attention, and willingness to collaborate in this noble cause.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
Image Gallery