জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর উপস্থিতিতে স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সৌজন্যে ঢাকার বিভিন্ন হাসপাতালের গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে উপস্থিত হয়ে শীতের কম্বল বিতরণ করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
In the presence of the July Shaheed Smrity Foundation and courtesy of the Ministry of Local Government, Rural Development, and Cooperatives, winter blankets were distributed among the wounded fighters of the mass uprising in various hospitals of Dhaka. The distribution was led by the Chief Executive Officer of the July Shaheed Smrity Foundation, Mir Mahbubur Rahman Snigdho.