19Oct2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Image Gallery

ওয়েলবিয়িং প্রজেক্ট’-এর উদ্বোধনী কর্মশালায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অংশগ্রহণ

মানবাধিকার উন্নয়ন কেন্দ্র (এইচআরডিসি) ডেনিশ ইনস্টিটিউট এগেইনস্ট টর্চার (ডিগনিটি)-এর সহযোগিতায় এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় (ড্যানিডা)-এর আর্থিক সহায়তায় ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে “ওয়েলবিয়িং প্রজেক্ট”-এর উদ্বোধনী কর্মশালা আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. আন্দেরস কার্লসেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, এইচআরডিসি’র মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুল হক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসী আরা জামান এবং ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ। জুলাই ২০২৪ আন্দোলনের আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য সহায়তা (MHPSS) জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত এই কর্মশালায় সকল অংশগ্রহণকারী আরোগ্য, অন্তর্ভুক্তি ও মর্যাদা নিশ্চিত করার যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
The Human Rights Development Centre (HRDC), in collaboration with DIGNITY – Danish Institute Against Torture and with support from the Ministry of Foreign Affairs of Denmark (DANIDA), organized the Inception Workshop of the Wellbeing Project at the National Institute of Mental Health and Hospital (NIMH), Dhaka. The event, attended by dignitaries including Md. Saidur Rahman, Secretary, Ministry of Health and Family Welfare; Anders Karlsen, Deputy Head of Mission, Embassy of Denmark; Prof. Dr. Md. Mahbubur Rahman, Director of NIMH; Md. Mahbul Haque, Secretary General & CEO of HRDC; Kamal Akbar, CEO of July Shaheed Smrity Foundation; Shamsi Ara Zaman, General Secretary of July Shaheed Smrity Foundation; and employees of the Foundation, aimed to promote rehabilitation and Mental Health and Psychosocial Support Services (MHPSS) for survivors of the July 2024 Uprising and their families. The workshop reaffirmed a shared commitment to healing, inclusion, and dignity for all survivors.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *