“জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” আহত ও নিহত পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মানের সাথে পাশে থাকার অঙ্গীকার নিয়ে তাদের কার্যক্রম চলমান রেখেছে।
শহীদ পরিবারের জন্য “শহীদ পরিবারের পাশে বাংলাদেশ” কার্যক্রম ২ অক্টোবর ২০২৪ তারিখে শুরু হয় এবং বিকাশ ও ব্যাংক চ্যানেলের মাধ্যমে শহীদ পরিবার এবং আহতদের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে, যা দ্রুততার সাথে তাদের হাতে পৌঁছে যাচ্ছে। এর পাশাপাশি “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” এর অফিস থেকেও প্রতিনিয়ত চেক প্রদানের মাধ্যমে আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।
অটুট অঙ্গীকার নিয়ে, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” সকল শহীদ পরিবার ও আহতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহত এবং শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের সর্বাত্মক চেষ্টা করেছে।
The “July Shaheed Smrity Foundation” continues its activities with a commitment to stand by the injured and martyr families with respect and honor.
The “শহীদ পরিবারের পাশে বাংলাদেশ” program began on October 2, 2024, and provides financial assistance to the martyr families and the injured through Bkash and bank channels, reaching them promptly. In addition, the “July Shaheed Smrity Foundation” office is continuously working to support the wounded and martyr families by providing checks.
With an unwavering commitment, the “July Shaheed Smrity Foundation” continues to work regularly to ensure necessary assistance for all martyr families and the injured. The foundation has made every effort to pay tribute to the martyrs and show respect for their families.