আজ, ২৯ জুলাই ২০২৫, শহীদ পরিবার ও আহত নারী সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনদিনব্যাপী “আর্টস অ্যান্ড ক্রাফটস” দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো বি আই এম, সোবহানবাগ, ঢাকায়। এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও SME Foundation ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ড. খন্দকার আজিজুল মহাপরিচালক, বিআইএম এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কামাল আকবর সহ আরও অনেকে। এই প্রশিক্ষণ শহীদ পরিবার ও আহত নারী সদস্যদের আত্মনির্ভরশীলতার পথে এক সাহসী পদক্ষেপ।
On July 29, 2025, the inauguration of a special 3-day “Arts & Crafts Skill Development Training” was held at BIM, Sobhanbagh, Dhaka, with the aim of empowering female members of martyr families and injured women to become entrepreneurs.
This unique training program is jointly organized by the July Shaheed Smrity Foundation and the SME Foundation.
The inaugural event was graced by the presence of Mr. Anowar Hosen Chowdhury, Managing Director of SME Foundation, Dr. Khandaker Azizul, Director General of BIM, and Mr. Kamal Akbar, CEO of July Shaheed Smrity Foundation, among others.
This initiative marks a bold step toward self-reliance and economic empowerment for the brave women who carry the legacy of sacrifice.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
Image Gallery