19Oct2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Image Gallery

অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান-এর সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ বৈঠক

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান এর একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ফাউন্ডেশনের সিইও জনাব কামাল আকবর এবং আইন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মোঃ মোনির হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিতকরণে আইনি কাঠামো আরও শক্তিশালী করার বিভিন্ন দিক ও করণীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।
অ্যাটর্নি জেনারেল ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এই বৈঠকটি শহীদ পরিবারের ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় দায়বদ্ধতাকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
An important discussion was held between the July Shaheed Smrity Foundation and the Honorable Attorney General Md Asaduzzaman. The Foundation’s CEO Mr. Kamal Akbar and Legal Officers Md. Monir Hossain, Mostafizur Rahman, along with other officials, were present at the meeting. The discussion focused on various aspects and necessary measures to further strengthen the legal framework to ensure justice for the families of the martyrs. The Attorney General appreciated the activities of the Foundation and expressed his interest in working jointly in the future to protect the rights and dignity of the martyr families and wounded freedom fighters. This meeting is regarded as a significant step toward reinforcing mutual cooperation and national responsibility in ensuring justice and welfare for the families of the martyrs.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০

JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #JulyShaheedSmrityFoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *