অমর একুশে বই মেলায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন স্টল পরিদর্শন করতে আজ উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক ই আজম। অমর একুশে বইমেলায় যেহেতু লাখো মানুষের সমাগম হয় তাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর প্রচার এবং স্টলে ফাউন্ডেশনের তথ্য কেন্দ্র হিসাবেও কাজ করবে। স্টলে রয়েছে দুটি বই “ART OF TRIUMPH” এবং “SATIRE AND RIDICULE”, যার পুরো অর্থ চলে যাবে আহত এবং শহীদ পরিবারের সহায়তার জন্য । এছাড়া স্টলে জুলাই অগাস্ট অভ্যুত্থান এর স্মৃতিচারণ করার ব্যবস্থা রয়েছে। প্রামাণ্য চিত্র পরিদর্শনের এর জন্য রয়েছে LED Screen এবং আহত যোদ্ধাদের ফরম জমা নেওয়ার জন্য রয়েছে বিশেষ বুথ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেহেতু আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের নিয়ে কাজ করে তাই সকল শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর অমর একুশে বইমেলার স্টলে আসার আমন্ত্রণ রইলো।
Today, Freedom Fighter Affairs Advisor Mr. Faruk E Azam visited the July Shaheed Smrity Foundation stall at the Amar Ekushey Book Fair. Since millions of people gather at the book fair, the July Shaheed Smrity Foundation aims to use its stall both for promotion and as an information center for the foundation. The stall features two books, “ART OF TRIUMPH” and “SATIRE AND RIDICULE”, with all proceeds going towards supporting injured fighters and martyr families. Additionally, the stall has arrangements for reminiscing about the July-August uprising. There is an LED screen for viewing documentaries and a special booth for collecting forms from injured fighters.
As the July Shaheed Smrity Foundation works for injured fighters and martyr families, all martyr families and injured fighters are warmly invited to visit the foundation’s stall at the Amar Ekushey Book Fair.
#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24