আজ, ৩রা জানুয়ারি ২০২৬ থেকে শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বাংলাদেশ–চীন মৈত্রী এক্সিবিশন সেন্টার, পূর্বাচল। এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ স্কয়ারের পাশেই রয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর প্যাভিলিয়ন। এখানে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোর স্মৃতি, পাশাপাশি ফাউন্ডেশনের কার্যক্রম, পুনর্বাসন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। প্যাভিলিয়নের ভেতরে টিভি স্ক্রিনে চলবে গণঅভ্যুত্থানের সময়কার ভিডিও, ডকুমেন্টারি, জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের কথা।
এছাড়াও আমাদের প্যাভিলিয়নে থাকছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর নিজস্ব স্যুভেনির সামগ্রী:
– সকল শহীদদের নাম সম্বলিত টি-শার্ট
– সকল শহীদদের নাম সম্বলিত ক্রেস্ট
– কোট পিন
– পতাকা
– উত্তরীয়
– ক্যাপ
– বই: (৩৬ জুলাই, Satire and Ridicule, Art and Triumph)
– জুলাই ক্যালেন্ডার
ইতিহাস, স্মরণ ও সম্মানের এই যাত্রায় আমাদের প্যাভিলিয়নে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণা।
সবাইকে সপরিবারে আমন্ত্রণ ও আন্তরিক স্বাগতম।






